চতুর্থদফায় দুয়ারে সরকার কর্মসূচীর সূচনা হল মাথাভাঙ্গায়।

0
394

মনিরুল হক, কোচবিহারঃ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি, বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুনরায় ক্ষমতায় এলে আবারও দুয়ারে সরকার চালু হবে, তৃতীয়বার ক্ষমতায় এসে সেই কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই অঙ্গ হিসাবে আজ থেকে চতুর্থ দফায় দুয়ারের সরকার কর্মসূচি শুরু হল মাথাভাঙ্গায়।
শনিবার মাথাভাঙ্গা হাই স্কুল মূল গেটের ফিতে কেটে দুয়ারে সরকারের শুভ সূচনা করেন মাথাভাঙার মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান, ডেপুটি ম্যাজিস্ট্রেট খেসং ভুটিয়া ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্র শেখর রায় বসুনিয়া ওরফে বান্টি, সহ অন্যান্য কাউন্সিলর এবং আধিকারিকরা।
দুয়ারের সরকার এর শুভ সূচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমার শাসক অচিন্ত্য কুমার হাজরা এবং মাথাভাঙার পৌরসভার লক্ষপতি প্রামানিক বলেন, দুয়ারের সরকার কর্মসূচিতে মাথাভাঙ্গা হাই স্কুল ১২ টি ওয়ার্ডের নাগরিকরা এসে যারা এখনো পর্যন্ত লক্ষীর ভান্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জয়বাংলা, পেনশন স্কিম, জমি সংক্রান্ত বিষয় ,স্টুডেন্ট ক্রেডিট কার্ড, রেশন কার্ড, সহ অন্যান্য যে সমস্ত সুযোগ-সুবিধা আছে সেগুলো আজ থেকে ধাপে ধাপে আগামী ৩০ তারিখ পর্যন্ত চলবে। ক্যাম্পে শহরের ১২টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডের নাগরিকরা তারা এই সুযোগ সুবিধা গুলো গ্রহন করতে পারবেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here