দুয়ারে সরকার কর্মসূচীর উদ্বোধন দুবরাজপুরে।

0
231

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- সাধারন মানুষকে আর কোনো অফিসের চক্কর কাটতে হবে না, এমনকী হয়রানির শিকারও হতে হবে না। সাধারণ মানুষের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একেবারে দুয়ারে নিয়ে চলে এসেছেন। যার পোশাকি নাম দেওয়া হয়েছে দুয়ারে সরকার। সারা রাজ্যের মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে এসে বিভিন্ন সুবিধা গুলো পাবেন। এই প্রকল্পে স্বাস্থ্যসাথী, লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু,খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক বিভাগে পরিষেবা প্রদান করা হচ্ছে নাগরিকদের। চতুর্থ পর্যায়ে আজ ২১শে মে, শনিবার বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার রবীন্দ্রসদনে দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করা হয়।যার উদ্বোধন করেন পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে। এই উপলক্ষে নৃত্য ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন পৌর প্রধান ছাড়াও এদিন উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান মির্জা শওকত আলী, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সাগর কুন্ডু, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি সহ পৌরসভার আধিকারিকগণ এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। এদিন উল্লেখ্য গত ১৮ মে রাজ্য সরকারের একাদশ বর্ষপূর্তি উপলক্ষে দুবরাজপুর পৌরসভাকক্ষে বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। সেই চিত্রগুলো দুয়ারে সরকার ক্যাম্পে প্রদর্শনী করা হয়। এই প্রতিযোগিতায় কৃতী এবং সকল অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here