নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দুঃস্থ ছাত্র ছাত্রীদের জন্য এগিয়ে এলেন হিউমানিটি। 2018 সাল থেকে নানা সামাজিক কাজ করে চলেছে ।সোমবার রানাঘাট রামনগর পরিমল ভবনে অরুণ কুমার চ্যাটার্জী স্কলারশিপ প্রদান করলেন দুঃস্থ ছাত্র ছাত্রীদের ।এমন মহৎ কাজে উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক , বিডিও,বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষক, শিক্ষিকা হিউমানিটির সভাপতি সুপর্ণ কুমার রায়চৌধুরী সহ সম্পাদক ও সদস্য, সদস্যারা ও ছাত্র, ছাত্রীরা । বিভিন্ন স্কুল থেকে আবেদন পত্রের মাধ্যমে 100 টি আবেদনের মধ্যে 30 /35 জন দুঃস্থ ছাত্র ছাত্রীদের বই ,খাতা এবং ব্যাগ তুলে দেওয়া হলো ।যারা বই খাতা কেনার মতন পরিস্থিতি নেই তাদের হাতেই তুলে দেওয়া হলো ।