প্রশাসনের জালে 50 লক্ষ টাকার বিদেশি পাখি সহ এক ব্যক্তি।

0
135

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- নদীয়া জেলার কল্যাণীতে দুটি বাড়ি থেকে ৫০ লক্ষ টাকার ওপরে নানান বিদেশি পাখি সহ ১ ব্যাক্তিকে গ্রেফতার করল STF। সঙ্গে কল্যাণী থানা ও বনদপ্তরের রানাঘাট রেঞ্জের আধিকারিকরা। আজ অভিযুক্তকে আদালতে তোলা হয়। জানা যায় দীর্ঘদিন ধরেই নদীয়ার কল্যাণীতে বেশ কয়েকজন ব্যক্তি বিভিন্ন ধরনের বিদেশি পাখি অবৈধভাবে ব্যবসা করেছিল। সেই খবর কলকাতা এসটিএফ প্রতিনিধিদের কাছে ছিল। দীর্ঘদিন ধরেই তারা তদন্ত শুরু করে এদিন হঠাৎ বনদপ্তর এবং কল্যাণী থানার আধিকারিকদের নিয়ে অভিযুক্তদের বাড়ি হানা দেয়। অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেল এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে প্রশাসনের প্রতিনিধিদল। পাশাপাশি পরপর দুটি বাড়ি থেকে প্রায় 50 লক্ষ টাকার নানান ধরনের বিদেশি পাখি উদ্ধার করে তারা। অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে প্রশাসনের কর্তারা। মূলত তারা পাখিগুলি কোথা থেকে আন্ত কোথায় পাচার করত এবং এই অবৈধ কারবারের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে 50 লক্ষ টাকার এই পাখি উদ্ধার হওয়ায় এসডিএফ প্রতিনিধিদের বড় সাফল্য বলে মনে করছে প্রশাসন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here