মুর্শিদাবাদ জেলার বাস অনার্স মালিক সংগঠনের সদস্যদের নিয়ে এক আলোচনা সভা।

0
166

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- একদিকে ডিজেলের দাম বৃদ্ধি অন্যদিকে ভাড়া বৃদ্ধি হচ্ছে না তার উপরে আবার রাজ্যে 23 টি জেলার টোল প্লাজা গুলির কয়েকগুণ ভাড়া বাড়িয়েছে। ঘর থেকে টাকা লাগিয়ে যাত্রী পরিস্থিতি হচ্ছে বাস মালিকদের। এই ভয়ানক পরিস্থিতি থেকে বাস মালিকরা কি করে রেহাই পেতে পারি সেই সব বিষয় নিয়ে রবিবার দুপুরে ইংরেজবাজার শহরের বাধ রোড এলাকার বেসরকারি একটি ভবনে মালদা দুইদিনাজপুর সহ , মুর্শিদাবাদ জেলার বাস অনার্স মালিক সংগঠনের সদস্যদের নিয়ে এক আলোচনা সভা হয়ে গেল ।এদিনের এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট এর সাধারণ সম্পাদক তপন ব্যানার্জি মালদা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জিয়াউল হক সহ রায়গঞ্জ ,বালুরঘাট, মুর্শিদাবাদের মালিকদের সংগঠন এর সম্পাদকরা ।এই বিষয়ে জয়েন কাউন্সিল অফ বাস সিন্ডিকেট সাধারণ সম্পাদক তপন ব্যানার্জি জানান রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে আমরা দিনে দিনে বঞ্চনার শিকার হচ্ছি । করোনার সময় থেকে আমরা যাত্রীদের পরিষেবা দিয়ে আসছি দিনে দিনে তেলের দাম বাড়ছে কিন্তু বিজ্ঞানভিত্তিক ভাড়া বাড়ছে না। আজকে এ পরিবহন শিল্পের কে বাঁচাতে গেলে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার কে গুরুত্ব দিয়ে ভাবা উচিত আমাদের দাবি বিজ্ঞানভিত্তিক ভাড়া বাড়াতে হবে পাশাপাশি ১৫ বছরের উপরে যে সমস্ত গাড়িগুলির বয়স হয়ে গেছে সে সমস্ত গাড়ি কে পুরোপুরি বাতিল না করে সেই সমস্ত গাড়ির ইঞ্জিন কে বাতিল করা হোক। না হলে আজকে অনেক গাড়ি রাস্তায় চালানো আর যাবে না ।‌যার ফলে চরম সমস্যায় পড়তে হবে বাস মালিকদের। পাশাপাশি সিএফ ফিশ ১৫ বছরের উর্ধ্বে গাড়িগুলোর ক্ষেত্রে ১৫০০০ টাকা আবার ১৫ বছরের নিচে গাড়িগুলো ক্ষেত্রে ৮০০ টাকা করেছে এটা অবিলম্বে কমাতে হবে। আজকের এই আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকার যদি আমাদের দাবিদাওয়াগুলো না পূরণ করে তাহলে আমরা আগামী দিনে আইনি পথে হাঁটবো পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন করবো।
এদিনের এই আলোচনা সভায়, ৩৫০ জন বাস মালিক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here