অবশেষে তিনদিন পর মৃত হস্তিশাবককে উদ্ধার করতে সক্ষম হল বনদপ্তরের কর্মীরা।

0
328

নিজস্ব সংবাদদাতা, বানারহাটঃ- অবশেষে তিনদিন পর মৃত হস্তিশাবককে উদ্ধার করতে সক্ষম হল বনদপ্তরের কর্মীরা। সোমবার দুপুরে ক্রেন লাগিয়ে মৃত হস্তিশাবককে উদ্ধার করা হয়। জানা গেছে, শুক্রবার জলপাইগুড়ি জেলার বানারহাটের আমবাড়ি চা বাগানে মৃত্যু হয় এক হস্তিশাবকের । এরপর সেই মৃত হস্তি শাবককে ঘিরে রাখে ৩০-৩৫ টি হাতির দল। এরপর মা হাতিটি তার মৃত সন্তানকে শূড় দিয়ে বয়ে জঙ্গলে নিয়ে যায়। আর মাতৃস্নেহের এই নজির সারা দেশজুড়ে নজর পড়ে। পরবর্তীতে জঙ্গলে নিয়ে গিয়ে ঘাটি গেড়ে থাকে। পরবর্তীতে চারপাশে পাহারা দেয় 10 থেকে 15 টি হাতির দল। এই মর্মান্তিক দৃশ্য বনদপ্তর চোখে পড়ে ড্রোন ক্যামেরা। পরবর্তীতে বনদপ্তরের কর্মীরা আজকে মৃত হস্তিশাবককে উদ্ধার করে।
মৃত হস্তিশাবক কি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে বড় দপ্তর সূত্রে খবর তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here