গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে কোলাঘাটে দ্য আর্ট অফ লিভিংয়ের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন।

0
374

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে দ্য আর্ট অফ লিভিংয়ের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্ত দাতা রক্ত দান করতে পারবেন, এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কোলাঘাটের BDO তাপস কুমার হাজরা, কোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত বিশ্বাস,কোলা উত্তরপাড়ার গ্রাম পঞ্চায়েতের সদস্য রুমা মাইতি শাসমল সহ দ্য আর্ট অফ লিভিংয়ের কর্মকর্তারা, এই দিন দ্য আর্ট অফ লিভিংয়ের কর্মকর্তা পবিত্র ঘোষ বলেন সারা রাজ্য জুড়ে আমাদের বিভিন্ন ইউনিটে চলছে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণের জন্য রক্তদান শিবির, সেই একই কথা মাথায় রেখে কোলাঘাটেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, অন্যদিকে এই সম্বন্ধে তমলুক জেলা হাসপাতালের ড: মধুসূদন পাত্র বলেন গ্রীষ্মকালে ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা থাকে,সেই চাহিদা পূরণের জন্য বিভিন্ন সমাজসেবীর সংগঠনগুলি রক্তদান শিবিরের আয়োজন করে তার জন্য অনেক কৃতজ্ঞ, পাশাপাশি তিনি আরো বলেন রক্তদান করলে শারীরিক অনেক বিষয় রয়েছে যেগুলো থেকে অনেক রক্ষা পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here