গুজরাট আর বাংলার পার্থক্য এটাই আছে,বাংলা ছেড়ে লোক পালাচ্ছে, খড়্গপুরে মন্তব্য দিলীপ ঘোষের।

0
307

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গুজরাট আর বাংলার পার্থক্য এটাই আছে। বাংলা ছেড়ে লোক পালাচ্ছে। রাজ মিস্ত্রি থেকে লেবার পরিযায়ী শ্রমিক বাংলা ছেড়ে চলে যাচ্ছে। আর গুজরাটে সারা বিশ্বের লোকের আসছে। এবং জাপানের প্রধানমন্ত্রী গুজরাটে ঘুরতে গেছেন। গুজরাটে লোকের খাওয়ার দাওয়ার ও সুরক্ষার ব্যবস্থা আছে। ওখানে রাস্তায় ঘুরে বেড়ালে রাতে কেউ জিজ্ঞাসা করে না। এখানে বাচ্চাদের শিশুদের পুড়িয়ে মারা হচ্ছে। বিরোধীদের কেস দেওয়া হচ্ছে। মেরে গাছে টাঙিয়ে দেওয়া হচ্ছে। তাই গুজরাটের সঙ্গে বাংলা তুলনা হয়না। বাংলার ফাইল করতেই হবে। বাংলা সঙ্গে আফগানিস্তানের তুলনা হতে পারে।
আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের সাউথ ইনস্টিটিউট আবাসনে গরিব কল্যাণ সম্মেলনে পৌঁছে এমনটাই বলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here