বৃদ্ধ দম্পতি তাদের প্রথম জামাই ষষ্ঠী; 70 বছরের সুব্রত সেনগুপ্ত এবং 65 উর্ধ অপর্ণা চক্রবর্তীর বিয়ের পর এই প্রথম জামাই ষষ্ঠী!!

0
433

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বৃদ্ধ দম্পতি তাদের প্রথম জামাই ষষ্ঠী 70 বছরের সুব্রত সেনগুপ্ত এবং 65 উর্ধ অপর্ণা চক্রবর্তীর বিয়ের পর এই প্রথম জামাই ষষ্ঠী। নয় মাস আগে রানাঘাট ভবঘুরে আশ্রমে বৃদ্ধ বয়সে দুই আবাসিকের প্রেমের বিয়ে হয় । অসুস্থ সুব্রত বাবুকে সুস্থ করে তোলার পর বাকি জীবনটা অপর্ণা দেবীর সান্নিধ্যে কাটাতে চেয়ে প্রেম নিবেদনের পরিণতি বিবাহ ।
অপর্ণা দেবীর বাপের বাড়ি দরজা বন্ধ হয়ে গিয়েছিল সেই ছোটবেলায়। তাই জামাইষষ্ঠীর প্রশ্নই ওঠে না। কিন্তু সুব্রত বাবু তাহলে আনন্দ থেকে বঞ্চিত থাকবেন? এই বয়সেও চারহাত যখন এক জায়গায় হয়েছে তখন জামাইষষ্ঠীই বা বাদ যাবে কেনো? রাখে হরি তো মারে কে? সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজকর্মী পাপিয়া কর। শাশুড়ি না হলেও মেয়ে রূপে রেঁধে বেড়ে খাওয়ালেন নতুন বাবা মাকে। বাদ গেলোনা মঙ্গল কামনার কোনো রীতি নীতিই। ধান দূর্বা পাখার বাতাস প্রদীপের উত্তাপ উলুশঙ্খধ্বনি পাখার বাতাস কোনটাই ।সবকিছু নিজের হাতেই আয়োজন করলেন পাপিয়া দেবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here