ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর ও জটেশ্বর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

0
270

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের প্রাপ্য টাকা পাচ্ছেন না রাজ্যের সাধারণ মানুষ। রাজ্য তৃণমূলের নির্দেশে গোটা রাজ্যে একশো দিনের কাজের প্রাপ্য টাকা মেটানোর দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়।সেই কর্মসূচি অনুযায়ী সোমবার বিকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর ও জটেশ্বর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পাশাপাশি পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয় দলীয় নেতৃত্ব। এদিন ওই মিছিল টি জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জটেশ্বর ১ ও ২ নম্বর তৃণমূল অঞ্চল সভাপতি যথাক্রমে পঙ্কজ রায় ও শ্যামল কর ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক দেবজিৎ পাল,ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সমরেশ পাল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here