সাংবাদিক আবদুল হাই এর ডাকে সাড়া দিয়ে শ্রবণ প্রতিবন্ধী ছাত্রের হাতে শ্রবণ সহায়ক যন্ত্র তুলে দিল কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফার সোসাইটির কর্মকর্তারা।

0
267

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া গ্ৰামের দ্বাদশ শ্রেণীর ছাত্র সেখ জিশান আলি ছোট থেকেই দু কানে প্রায় শুনতে পাই না।ছাত্রের বাবা মাত্র কয়েক বিঘা জমি চাষ করে।আর যা উপার্জন হয় তা কোন মতে সংসার চলে যায়। ছেলেকে ভালো কানের শোনার যন্ত্র কিনে দেবার মতো সামর্থ্য নেই। এরফলে ছাত্রটির পড়াশোনা ক্ষতি হতে থাকে।এর আগে ব্লক থেকে ছাত্রটিকে কানে শোনার যন্ত্র দেওয়া হয়। কোন কারণে শ্রবণ সহায়ক যন্ত্রটি নষ্ট হয়ে যায়। ডাক্তারবাবু বলেন ভালো ধরনের যন্ত্র কিনতে হবে। কিন্তু অর্থ আসবে কোথা থেকে।এর ফলে ছাত্রটি হতাশ হয়ে পড়ে।ছাত্রটির কথা চিন্তা করে আমাদের সাংবাদিক আবদুল হাই সাথে সাথে কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফার সোসাইটির কর্মকর্তাদের সাথে কথা বলেন।কর্মকর্তারা আবদুল হাই এর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফার সোসাইটির কর্মকর্তারা। এদিন ইন্দাস চক্রের রাজখামার হাইস্কুলে শ্রবণ প্রতিবন্ধী ছাত্রটির হাতে বারো হাজার মূল্যের শ্রবণ সহায়ক যন্ত্রটি তুলে দেন।শ্রবণ সহায়ক যন্ত্র পাওয়ায় খুব খুশি ছাত্র সেখ জিশান আলি থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও সাধারণ মানুষেরা।বহু দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মাথা উঁচু করে কাজ করার যে লড়াই চালিয়ে যাচ্ছেন কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফার সোসাইটির কর্মকর্তারা তাতে করে তাঁদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতেই হয়। করুনাময় ঈশ্বরের কাছে প্রার্থনা রইলো কর্মকর্তারা যেন আগামীদিনে সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন এবং মানুষের জন্য কাজ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here