দুবরাজপুর থানায় ব্যাঙ্ক ম্যানেজার ও কর্মীদের নিয়ে বৈঠক।

0
156

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বর্তমানে অনলাইন লেনদেনের ক্ষেত্রে গ্রাহকরা বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছেন। শেষমেশ দ্বারস্থ হতে হয় থানায়। তাই ব্যাঙ্ক জালিয়াতি রুখতে ও ব্যাঙ্কে প্রতারণার শিকার থেকে বাঁচতে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে দুবরাজপুর শহরের বিভিন্ন ব্যাঙ্কের ম্যানেজার, সিএসপি হোল্ডার ও ব্যাঙ্ক কর্মীদের নিয়ে বৈঠক করা হল আজ মঙ্গলবার দুবরাজপুর থানায়। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ বিভিন্ন ব্যাঙ্কের ম্যানেজার ও কর্মীরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোনো ব্যক্তি অযথা ব্যাঙ্কে ঘোরাঘুরি করলে তার ওপর নজর দেওয়া এবং পুলিশকে খবর দেওয়া। যে সমস্ত ব্যাঙ্কের সিএসপি সেন্টার আছে সেই সেন্টারগুলোতে সিসি ক্যামেরা লাগানো আবশ্যক। তাছাড়াও যে সমস্ত গ্রাহকরা একবার টাকা তুলছেন তাঁদের কারো কারো দু’বার টাকা কেটে নেওয়া হচ্ছে বলে থানায় অভিযোগ করতে আসেন অনেকে। তাই সেই বিষয়টি দেখতে বলা হয় পুলিসের পক্ষ থেকে। এদিন ব্যাঙ্ক ম্যানেজার ও কর্মীরাও পুলিসের নির্দেশকে মেনেই কাজ করবেন বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here