অক্সিজেন যুক্ত রাত্রিকালীন রোগী পরিবহনের জন্য “আলোর দিশারীর”শুভ উদ্বোধন হল সোমবার।

0
277

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অক্সিজেন যুক্ত রাত্রিকালীন রোগী পরিবহনের জন্য “আলোর দিশারীর”শুভ উদ্বোধন হল সোমবার। লায়ন্স ক্লাব অফ রানাঘাট ওয়েস্টের উদ্যোগে এদিন এই আলোর দিশারীর শুভ উদ্বোধন করেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়।রানাঘাট পুরসভা প্রাঙ্গণে হয় এই উদ্বোধনী অনুষ্ঠান।দুলাল চন্দ্র নন্দীর স্মৃতির উদ্দেশ্যে আজ এই আলোর দিশারীর পথচলা শুরু হলো।রাত্রিকালীন রোগী পরিবহনের এই পরিষেবা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। রাত্রি ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে।রানাঘাট পুরসভার ২০টি ওয়ার্ডের নাগরিকরা এই পরিষেবা পাবেন। এই পরিষেবা পাওয়ার জন্য একটি আপৎকালীন ফোন নম্বরও এদিন সাধারণ মানুষের জন্য ঘোষণা করেন লায়ন্স কর্তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের দুজন উচ্চপদস্থ কর্তাব্যক্তি এবং রানাঘাট লায়ন্স ক্লাবের কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here