আই এন টি টি ইউ সির নেতৃত্বে বি এস এন এল কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি।

0
193

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি স্থিত বি এস এন এলের মুখ্য কার্যালয়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের অন্যতম নেতা স্বপন সরকার জানান, কেন্দ্রীয় সরকারি সংস্থা হয়েও এই দপ্তরের অস্থায়ী এবং ডেলি ওয়েজ কর্মীরা আজ দীর্ঘ কয়েক মাস থেকে তাঁদের বেতন পাচ্ছে না, এই সবের বিরুদ্ধে এবং বি এস এন এলকে বাঁচিয়ে রাখতে আগামীতে আই এন টি টি ইউ সির সর্ব ভারতীয় নেত্রী দোলা সেনের নেতৃত্বে আমরা উত্তরবঙ্গ সার্কেল জুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে চলেছি। ( বাইট, স্বপন সরকার ).।
অপরদিকে তৃণমূল সমর্থত এবং আই এন টি টি ইউ সি অনুমোদিত বি এস এন এল কর্মচারী ইউনিয়নের সর্ব ভারতীয় অতিরিক্ত সাধারণ সম্পাদক জয়ন্ত সরকার জানান, মূলত আমাদের নেত্রী দোলা সেনের নির্দেশেই জলপাইগুড়ি বিভাগীয় অফিসে আসা, আমাদের যেমন পে রিভিশন সহ কর্মচারীদের নানান দাবী দাবা নিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করছে, তার পাশাপাশি এই সংস্থাকে আজও যারা শ্রম দিয়ে বাঁচিয়ে রেখেছে সেই অস্থায়ী এবং কাজুয়াল কর্মী বন্ধুদের প্রতি যে বঞ্চনা বি এস এন এল কর্তৃপক্ষ করে আসছে, তার বিরুদ্ধে স্থানীয় নেতা স্বপন সরকারের নেতৃত্বে এবং নেত্রী দোলা সেনের নির্দেশ মতো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আগামীতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here