কামতাপুরি পিপলস্ পার্টি ইউনাইটেড পক্ষ থেকে আগামী পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে এক বাইক র‍্যালি করা হয়।।।

0
279

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-কামতাপুরি পিপলস্ পার্টি ইউনাইটেড পক্ষ থেকে আগামী পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে এক বাইক র‍্যালি করাহয়, এদিন হবিবপুর থানার কেন্দপুকুর বাদল মাঠ থেকে এই বাইক র‍্যালি বের হয় হবিবপুর ব্লকের বিভিন্ন অঞ্চলের যাবে এই বাইক র‍্যালি।প্রশাসনের তরফে পারমিশন না পাওয়ায় পরে সিদ্ধান্ত হয় পাঁচটি করে বাইক নিয়ে প্রচার চালাবে ।
এদিন এই র‍্যালির মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন পৃথক রাজ্য ও কামতাপুরি ভাষা স্বীকৃতি সহ বেকারত্ব দূরীকরণ দাবি জানিয়ে এদিন প্রচার চালান। এদিন উপস্থিত ছিলেন কামতাপুরি পিপলস পার্টি সাধারণ সম্পাদক সুভাষ বর্মন সহ পাটীর কর্মীরা। কামতাপুরি পার্টির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন বলেন, হবিবপুর থানা প্রথমে তাদের র‍্যালি করার পারমিশন দেওয়া হলেও পরে তা ক্যানসেল করা হয় তাই হবিবপুর থানা ও বামনগোলা থানার আইসির পরামর্শ নিয়ে র‍্যালিকে ভাগ করে দেওয়া হয়।হবিবপুরের প্রতিটা গ্রামে পাড়ায় পাড়ায় পাঁচটি করে বাইক যাবে সেখানে গিয়ে তারা প্রচার চালাবেন তাদের দাবি উত্তরবঙ্গ পৃথক রাজ্য সহ কামতাপুরী ভাষাকে স্বীকৃতি সহ শিক্ষাব্যবস্থা বেহাল অবস্থা, জানিয়ে প্রচার চালায় প্রচার শেষে তারা পুনরায় হবিবপুরের রাইস মিল হাট এলাকায় আলোচনা সভা করবে বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here