অরিজিৎ সিংয়ের পর এবার অরিজিৎ সিংয়ের গান গেয়ে ভাইরাল ডেবরার আকাশ কুমার দাস। রীতিমতো সাড়া পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।

0
273

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পেশায় পোস্টমাস্টার। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বহুলাশিনী এলাকার আকাশের ছোট থেকেই ধ্যান জ্ঞান গান। তার উপরে আবার অরিজিৎ সিংয়ের মস্ত বড় ফ্যান। “গুরু” র গান যখন হইচই ফেলেছে নেটিজেনদের মধ্যে, ঠিক সেই সময়ে একই গান গেয়ে গুরুকে সম্মান জানানোর ইচ্ছে জেগেছিল মনে। যেমন ভাবা তেমন কাজ। “ট্র্যাক” মিউজিক এই গলা মেলালেন গরুর ভাইরাল হওয়া গানে। আকাশের গলায় গাওয়া “দোল দোল দোল”ও এখন রীতিমতো ভাইরাল ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে। প্রসঙ্গত, বছর দুয়েক আগেই হরিহরপুর উপ ডাকঘরে পোস্টমাস্টারের চাকরি পেয়েছে আকাশ। ৪ বছর বয়সে কাকার কাছে গান শেখা শুরু। বছর কয়েক আগে থেকেই ট্র্যাক মিউজিকেও গলা মেলাচ্ছে সে।
সোশ্যাল মাধ্যমেও যথেষ্ট “অ্যাকটিভ” আকাশ। আকাশের গান সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়ার পরই হু হু করে বাড়ছে ফলোয়ারদের সংখ্যা। ইতিমধ্যেই ফেসবুকে অ্যাকাউন্টের ফলোয়ার্সের সংখ্যা প্রায় ছয় হাজার। নেটিজেনদের ভালোবাসা পেলেও ডেবরার আকাশের স্বপ্ন এখন একটাই, একবার গুরু অরিজিৎ সিংয়ের পায়ে হাত দিয়ে প্রনাম করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here