আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী আনন্দ মূর্তি জী 101 তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয় দুর্লভপুর আনন্দমার্গ আভা সেবা সদনে।

0
211

আবদুল হাই, বাঁকুড়াঃ ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় আনন্দমার্গ ট্রাস্ট। ভারতের বিভিন্ন জায়গায় একাধিক সমাজসেবা মূলক কাজ করছেন। বাঁকুড়া জেলার দুর্লভপুরে রয়েছে আনন্দমার্গের একটি শিক্ষা প্রতিষ্ঠান। আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী আনন্দ মূর্তি জী 101 তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয় দুর্লভপুর আনন্দমার্গ আভা সেবা সদনে। রবিবার এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বসেছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছেন ECG, USG, X RAY, ব্লাড টেস্টের ব্যবস্থা, ঔষধ প্রদান । তবে আজ সব কিছুই বিনামূল্যে। আগামীকাল থেকে ধারাবাহিকভাবে এখানে বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা বসবেন। সব ব্যবস্থাই থাকবে ,তবে সামান্য খরচ নেওয়া হবে। এদিন সকাল থেকেই আনন্দমার্গ স্কুল ক্যাম্পাসে এলাকার মানুষজন ভীড় জমায় তাদের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য। এধরনের পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষজন। উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here