প্রোগ্রেসিভ মেডিক্যাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার লালগোলা ব্লক শাখা কমিটির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হলো লালগোলা বয়েস ক্লাবে।

0
202

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- প্রোগ্রেসিভ মেডিক্যাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার লালগোলা ব্লক শাখা কমিটির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হলো লালগোলা বয়েস ক্লাবে। এই দিনের সেমিনারে উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার রাজ্য ও জেলা নেতৃত্ব । পাশাপাশি এই দিনের সেমিনারে লালগোলা ব্লক এর বিভিন্ন গ্রামীণ ডাক্তার অংশগ্রহণ করেন। প্রোগ্রেসিভ মেডিক্যাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক ডক্টর রবিউল আলম বলেন আজকের এই সেমিনারের মাধ্যমে গ্রামীণ ডাক্তারের বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বোঝানো হয় , পাশাপাশি যেভাবে গ্রামীন ডাক্তারদের উপর অত্যাচার করা হচ্ছে সেই বিষয়ে আলোচনা করা হয়। গ্রাম্য এলাকায় সাধারণ মানুষের বিভিন্ন শারীরিক সমস্যায় সবার আগে সাধারণ মানুষের পাশে থাকে গ্রামীণ ডাক্তারেরা। ২০১৫ সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গ্রামীণ ডাক্তারদের ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন সরকারি গ্রাম্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে তাদের নিয়োগ করা হবে , কিনতু তা এখনো হয়নি। আমরা সেই দাবি তে আন্দোলন চালিয়ে যাচ্ছি সেই আন্দোলন সম্পর্কেও আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here