সাতবাঁকুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রাস্তায় নির্মাণ সেপটিক ট্যাংক,নোটিশ গ্রাম পঞ্চায়েতের।

0
227

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রাস্তার উপর বেআইনিভাবে নির্মাণ সেপটিক ট্যাংক,এমনই এক ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন জায়গায়,অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রাচীর সংলগ্ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে তৈরি হচ্ছে বেআইনিভাবে সেপটিক ট্যাংক,প্রসঙ্গত সাধারণ মানুষের সুবিধার্থে ওই রাস্তায় তৈরি হবে মেন রাস্তা সাধারণ মানুষের যাতায়াত ক্ষেত্রে, যেখানে খুব সহজে পৌঁছে যেতে পারবে অ্যাম্বুলেন্স সহ রোগীরা,সেই রাস্তায় বেআইনিভাবে তৈরি হচ্ছে সেপটিক ট্যাংক,যা সম্পূর্ণভাবে বেআইনি, ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কাজ বন্ধ করার নোটিশ পাঠানো হয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে, কড়া ভাষায় যেখানে বলা হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে সেই কাজ পাশাপাশি খনন করা সেপটিক ট্যাংক বুজিয়ে ফেলতে হবে, তা না হলে কড়া পদক্ষেপ নেবে গ্রাম পঞ্চায়েত, এমনটাই জানিয়েছেন গিয়েছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাইদুল্লা মণ্ডল,ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here