পাইপলাইনের কাজ করার অজুহাতে মনীষীদের ছবি বিকৃত করার অভিযোগ রানাঘাট পাল চৌধুরী স্কুল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে।

0
270

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– গ্রীন সিটি প্রকল্পে রানাঘাট জুড়ে হয়েছিল সৌন্দর্যায়ন। আর এই সৌন্দর্যায়নের আঁচ পৌঁছেছিল রানাঘাটের পাথরের রাস্তার ধারে পালচৌধুরি স্কুলের দেওয়ালেও । সেখানে আঁকা হয়েছিল মনীষীদের ছবি। কিন্তু পাইপলাইনের কাজ করার অজুহাতে মনীষীদের ছবি বিকৃত করেছিল রানাঘাট পাল চৌধুরী স্কুল কর্তৃপক্ষ। এরপরেই রানাঘাট জুড়ে ওঠে সমালোচনার ঝড়।সমালোচনা করেন ওই স্কুলের প্রাক্তনী পুরপ্রধান কোশলদেব বন্দোপাধ্যায়ও।এই খবর আমরা পরিবেশনও করেছিলাম। এরপরই ভুল বুঝতে পেরে মনীষীদের ছবি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছে রানাঘাট পাল চৌধুরী স্কুল কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here