হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ।

0
206

মনিরুল হক, কোচবিহারঃ হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন কোচবিহার জেলা পুলিশ। বৃহস্পতিবার কোচবিহার জেলা পুলিশের পুলিশ লাইন সংলগ্ন কনফারেন্স হল থেকে ওই হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল তার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস, মোজাহিত ইসলাম সহ অন্যান্য আধিকারিকরা।
জানা গেছে, কোচবিহারের বিভিন্ন জায়গায় অনেক মানুষের মোবাইল চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া। সেই মোবাইল গুলির মালিক অভিযোগ জানায় পুলিশের কাছে। সেই অভিযোগ পেয়ে মোবাইল গুলিকে উদ্ধারের কাজে নেমে পরে কোচবিহার জেলা পুলিশের আধিকারিকরা। কিছু সময় ধরে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিছু মোবাইল উদ্ধার করা হয় এবং ওই মোবাইলের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার কর্মসূচি নেয় কোচবিহার জেলা পুলিস। আজ ৬০টি মোবাইল তার প্রকৃত মালিকদের ডেকে তাঁদের হাতে তুলে দেন কোচবিহার জেলা পুলিশের মোবাইল রিকভারি মনিটরিং সেল। হারিয়ে যাওয়া মোবাইল গুলো হাতে পেয়ে পুলিশের প্রশংসা করতে শোনা যায় অনেককে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here