প্লাস্টিক জাত দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে জন সচেতনতার প্রচারে বাঁকুড়া পৌরসভা।

0
227

সুদীপ সেন, বাঁকুড়া:-  সরকার নিয়ম করে একবার ব্যবহার যোগ্য কিছু প্লাস্টিক জাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করেছে।

১ লা জুলাই থেকে পশ্চিমবঙ্গে সেই আইন কার্যকরী হয়েছে।

পরিবেশ দূষণ রোধে এই প্লাস্টিক জাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ হয়েছে।

৭৫ মাইক্রণের ওপরে প্লাস্টিক জাত ক্যারি ব্যাগ সহ অন্যান্য সামগ্রী ব্যবহার করার কথা বলা হয়েছে সেই নিয়মে।

পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করে ,প্লাস্টিক জাত দ্রব্য বর্জন করে সমাজ ও পরিবেশ কে সুন্দর করার লক্ষ্যে ৫ ই জুলাই বাঁকুড়া পৌরসভার উদ্যোগে বাঁকুড়া শহরে একটি জন সচেতনতা মূলক প্রচার অভিযান সংঘটিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, বাঁকুড়ার মহকুমা শাসক সুশান্ত ভক্ত, পৌরসভার কাউন্সিলর গণ এবং শহরের বিভিন্ন স্তরের মানুষজন।

বাঁকুড়া শহরের বিভিন্ন দোকান বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান, মহকুমা শাসক, কাউন্সিলর গণ গিয়ে পরীক্ষা করেন এবং তাঁদের এই ব্যাপারে সচেতন করেন।
করা হয় মাইক নিয়ে সচেতনতা প্রচার, বিলি করা হয় লিপ লেট।

কোনো কোনো দোকান থেকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত করেন পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার।

এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাঁকুড়ার মহকুমা শাসক সুশান্ত ভক্ত বলেন, জনসাধারন কে সচেতন করতেই তাঁদের এই প্রথম দিকের পদক্ষেপ।
তাই মানুষকে সচেতন করা হচ্ছে প্লাস্টিক ব্যবহার প্রসঙ্গে।

এই আইন না মানা হলে পরবর্তীকালে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই জরিমানা করা হবে।
যথাক্রমে যিনি প্লাস্টিক জাত দ্রব্য দেবেন তাঁকে ৫০০ টাকা এবং যিনি নেবেন তাঁকে ২০০ টাকা ফাইন করা হবে বলে মহকুমা শাসক জানান।

অবশ্য তিনি এও জানান , বাঁকুড়ার দোকানদার গণ এই বিষয়ে যথেষ্ট সচেতন। ইতিমধ্যেই অধিকাংশই এই নিয়ম মেনে চলছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here