এ যেন উলটপুরাণ, ইকো পার্ক বন্ধের দাবিতে সোচ্চার হলেন এলাকার মানুষ।

0
231

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- এ যেন উলটপুরাণ। মানুষ পার্ক চেয়ে দাবি জানায় সরকারের কাছে, প্রশাসনের কাছে। একটু বিনোদনের জন্য বিক্ষোভ পর্যন্ত দেখান। কিন্তু এবার দেখা গেল উল্টো কথা। ইকো পার্ক বন্ধের দাবিতে সোচ্চার হলেন এলাকার মানুষ। এমনকী, পার্কের গেটে তালাও লাগিয়ে দিলেন এলাকার বাসিন্দারা। এমনই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস এর পার্শ্ববর্তী মনিপাড়া এলাকায়।

রায়গঞ্জ কুলিক ইকো পার্ক বন্ধ করার দাবিতে মনি পাড়ার বাসিন্দারা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি একটাই, পার্ক বন্ধ করতে হবে। প্রায় এক মাস আগে পার্ক বন্ধ বন্ধ করার দাবিতে স্থানীয় বাসিন্দারা ডেপুটেশনও দিয়েছিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসকের কাছে। কিন্তু কোনোও সুরাহা মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীদের।কিন্তু হঠাৎ কেন এমন দাবি? স্থানীয় বাসিন্দাদের দাবি, রায়গঞ্জের কুলিক ইকো পার্ক এখন আর শুধুমাত্র মানসিক বিনোদনের জায়গা নেই। প্রেম নিবেদনেও তা শেষ হয় না। নানা ধরণের অসামাজিক কাজকর্ম চলছে। অভিযোগ, এই পার্কে এসে যুবক-যুবতীরা অশ্লীল কাজকর্ম করে। যা শুধু দৃশ্য দূষণ নয়, এলাকার পরিবেশ নষ্ট হয়ে পড়ছে। পার্কের ভেতরে হওয়া অশ্লীল কাজ কর্মের জন্য স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরোতে পারছেন না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, এর ফলে বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা কী শিখবে? তাই পার্ক বন্ধের দাবি। সেই জন্যই তালা ঝুলিয়ে দেওয়া হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here