দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি হলেন তিনি প্রথম উপজাতীয় মহিলা যিনি ভারতের রাষ্ট্রপতি।

0
146

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- দ্রৌপদী মূর্মূ প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। ২০২২ সালের জুনে, এনডিএ সরকার রাষ্ট্রপতি প্রার্থীর জন্য দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেছে। দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি হলেন তিনি প্রথম উপজাতীয় মহিলা যিনি ভারতের রাষ্ট্রপতি। পাশাপাশি দ্বিতীয় মহিলা যিনি ভারতের রাষ্ট্রপতির পদের দায়িত্ব গ্রহণ করেন

দ্রৌপদী মুর্মুর ব্যক্তিগত জীবন খুব একটা সুখের ছিল না। ব্যাঙ্ক অফিসার শ্যাম চরণ মুর্মুকে বিয়ে করেছিলেন তিনি। তবে তাঁর স্বামী র মৃত্যু হয়েছে। তিন সন্তানের মা তিনি। তাঁর দুই ছেলেও প্রয়াত। একমাত্র মেয়ে বেঁচে রয়েছেন। তাঁর নাম ইতশ্রী। তাঁর স্বামী গণেশ মুর্মু হেমব্রম। 

দ্রৌপদী মুর্মু ১৯৫৮ সালে ২০ জুন ওড়িশার ময়ুরভঞ্জের একটি আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন। বিএ পাশ করার পর ওড়িশা সরকারের বিদ্যুৎ বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করেন।প্রশাসনিক দায়িত্ব

দ্রৌপদী মুর্মু ওড়িশা সরকারের প্রতিমন্ত্রী হিসেবে পরিবহণ ও বাণিজ্য দফতরের দায়িত্ব পালন করেছিলেন ২০০০-০৪ সাল পর্যন্ত। পরে তাঁকে পশুপালন ও মৎস দফতের দায়িত্ব দেওয়া হয়েছিল।
 

১৯৭৯-১৯৮৩ সাল পর্যন্ত এই চাকরি করেছিলেন। তারপর ১৯৯৪ সালে রায়রাংপুরের অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টারের শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৭ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। দ্রৌপদী মুর্মুর সম্পত্তির পরিমাণ

দ্রৌপদী মুর্মু ভারতের অন্যতম ধনী ও অন্যতম জনপ্রিয় আদিবাসী রাজনীতিবিদ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় হিসেবে ১১.৭ কোটি টাকা। প্রথম জনজাতি মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নাম  ঘোষণা হবার পর খুশিতে ভাসল উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার আদিবাসীরা। বিজেপির পক্ষে ধামসা মাদল সঙ্গে নিয়ে নৃত্য করল কালিয়াগঞ্জ শহরে সুকান্ত মোড়ে । কালিয়াগঞ্জের সহর মন্ডলের সভাপতির গৌরাঙ্গ দাস, বিজেপি জেলার সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র পালের, এসসি এসটি মোর্চার জেলা সভাপতি কার্তিক পাহান নেতৃত্বে আদিবাসীদের সঙ্গে ধামসা মাদল বাজিয়ে নিয়ে নিত্য পরিবেশন করে পথ চলতি, সাধারণ মানুষ, দলীয় কর্মীদের মধ্যে মধ্যে লাড্ডু বিতরণ করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here