আবদুল হাই, বাঁকুড়াঃ আজ শনিবার বাঁকুড়া জেলার ভড়া কাঠিয়াবাবা আশ্রম সংলগ্ন এলাকায় ভড়া পল্লী উন্নয়ন সেবা কেন্দ্রের উদ্যোগে ভড়া,কুলডাঙা,তেঁতুলাড়া,রামচন্দ্রপুর,সহ অন্যান্য গ্ৰামে সাধারণ মানুষদের হাতে প্রায় এক হাজার বিভিন্ন ধরনের চারাগাছ বিতরণ করা হয়।সংস্থার সম্পাদক বলাই চন্দ্র গরাই জানান, আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সেগুন, নারকেল,চন্দন,মেহগিনী,সজনে, বেদানা,পেঁপে,পেয়ারা, ঝাউ, জামরুল,সুপারি,কলা,কুল, কাঁঠাল,আম,লেবু,বেল প্রভৃতি নানান প্রজাতির প্রায় হাজার খানেক চারাগাছ বিলি করলাম। গত দুবছরে আমরা দেখেছি অক্সিজেনের অভাবে একের পর এক মানুষের মর্মান্তিক মৃত্যু,তাই পরিবেশে অক্সিজেনের কথা মাথায় রেখে আমাদের এই উদ্যোগ
বিভিন্ন ধরনের চারাগাছ বিতরণ।

Leave a Reply