বেআইনি রেলের টিকিট সংরক্ষণ সেন্টারে আরপিএফের অভিযান, গ্রেপ্তার এক যুবক।

0
433

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বেআইনি রেলের টিকিট সংরক্ষণ সেন্টারে আরপিএফের অভিযান। গ্রেপ্তার এক যুবক। উদ্ধার বেশকিছু ই টিকিট ও নগদ টাকা ও ল্যাপটপ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে আরপিএফ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মাসুদ করিম। বাড়ি কেশপুরের সরই গ্রামে। ধৃতের বিরুদ্ধে রেলওয়ে আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতের কাছ থেকে ৫টি লাইভ ই টিকিট যার অর্থ মূল্য ৭৪৫০ টাকা, ২৩৫ টি ব্যবহার করা টিকিট যার মূল্য ৩,৫২,০২৫ টাকা, একটি ল্যাপটপ, সহ বিভিন্ন সরঞ্জাম, নগদ ৪০১৪ টাকা বাজেয়াপ্ত করেছে রেল পুলিশ। মেদিনীপুর আরপিএফ পোস্টের ওসি ভূপেন্দ্র কুমার যাদব জানিয়েছেন, ‘বাজেয়াপ্ত টিকিট, সরঞ্জাম ইত্যাদির মোট মূল্য ৩,৬৩,৪৮৯ টাকা। তিনি জানান, দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে টিকিট কাটার কারবার চালাচ্ছিল।’রবিবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন ধৃতকে সোমবার আদালতে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here