কোচবিহার, ২৭ জুলাইঃ রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’র তথা ইডি’র তলব করছে। সোনিয়া এবং রাহুল গান্ধী দুর্নীতির সঙ্গে জড়িত নয় তা জেনেও দিনের পর দিন হয়রানি করার উদ্দেশ্যে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করছে এই অভিযোগ তুলে সারাদেশের সাথে সাথে এরাজ্যের কোচবিহার জেলাতে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস।
বুধবার কোচবিহার জেলার প্রাণ কেন্দ্র সাগরদীঘি সংলগ্ন গান্ধী মূর্তি পাদদেশে বিক্ষোভ দেখান কংগ্রেসের জেলা নেতৃত্বরা। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট পার্থ ঈশোর, জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি মোশারফ হোসেন, সেক্রেটারি অসীম চন্দ, রবিন রায় সহ আরও অনেকে।
জানা গেছে, গত ২১ জুলাই বৃহস্পতিবার ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে আর্থিক দুর্নীতির মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় (ইডি)-এর দফতরে হাজির দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। সেখানে প্রায় দু’ঘন্টা তাঁকে জেরা করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। সূত্রের খবর, একজন মহিলা অতিরিক্ত ডিরেক্টরের নেতৃত্বে পাঁচজন অফিসার এদিন সোনিয়াকে জেরা করেছেন। কিন্তু ৬ দিনের মাথায় আজ আবার সোনিয়া গান্ধিকে ইডির জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করছে। তারেই প্রতিবাদে কোচবিহার জেলার সাগরদিঘি সংলগ্ন এলাকায় গান্ধী মূর্তি পাদদেশে বিক্ষোভ দেখান কংগ্রসে নেতৃত্বরা।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট পার্থ ঈশোর বলেন, ডি’র অফিসারেরা দিনের পর দিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ডেকে নিয়ে যাচ্ছেন তাদের দপ্তরে। প্রতি দিনই তাদেরকে একই প্রশ্ন করা হচ্ছে তাদেরকে। মূলত কংগ্রেস নেতৃত্বদেরকে উদ্দেশ্য মূলক ভাবে হয়রানি করার জন্য এসমস্ত করা হচ্ছে। তবে তারা প্রথম থেকেই তদন্তকারী অফিসারদেরকে সহযোগিতা করছেন। সেই সঙ্গে বারবার বলছেন যে তারা কোনোভাবেই আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত নন।
তিনি আরো বলেন,বিজেপির কোন নেতা এরকম আছে যাদের পূর্ববর্তী কোনো স্বাধীনতা সংগ্রামী বা এই দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন বলিদান দিয়েছে কি। যদি আপনারা দেখাতে পারেন তাহলে আমরা যারা কংগ্রেস করি তারা দল বা রাজনীতি ছেড়ে দেব। যে দল স্বাধীনতার পরে জন্ম তারা চেষ্টা করছে কংগ্রেসকে বা গান্ধী পরিবারকে কলঙ্কিত ও কুলুষিত করে চলেছে। তারা জানে না যে গান্ধী পরিবারকে কলঙ্কিত করার চেষ্টা করছে সেই পরিবারের মহাত্মা গান্ধীকে নিয়ে বহু গবেষণা চলছে এবং এই দল তৈরির ক্ষেত্রে তাঁর অনেক আত্ম বলিদান আছে।সেই কারনে বিজেপির এই মনোভাবকে আমরা ধিক্কার জানিয়ে এই বিক্ষোভ আন্দোলন করছি।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সোনিয়া গান্ধীকে ইডির দপ্তরে ডেকে হেনস্থার অভিযোগ তুলে কোচবিহারে বিক্ষোভ কংগ্রেসের।

Leave a Reply