রাত্রি তিনটা থেকে ভোর পাঁচটা, তুমুল বৃষ্টিতে ভাসলো মাঠ-ঘাট পুকুর-নালা।

0
443

আবদুল হাই, বাঁকুড়াঃ বেশ কয়েকদিন প্রখর দাবদহের পরে এলো স্বস্তির বৃষ্টি, তুমুল বৃষ্টিতে ভাসলো মাঠঘাট, পুকুর নালা, চাষীদের মুখে চওড়া হাসির ঝিলিক।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় বজ্রগর্ভ মেঘ তার সাথে তুমুল বৃষ্টিতে ভাসলো সিমুলিয়া, গোবিন্দপুর,ঠাকুরাণী পুষ্কুরিণী সহ বিস্তীর্ণ এলাকা।
সকাল থেকেই চাষিরা হইচই করে বেরিয়ে পড়েছে মাঠে, শুরু হয়েছে আবাদের কাজ, চলছে ধান রোপন কাজ, খুশি এলাকার সমস্ত চাষী মহল থেকে ব্যবসায়ী মহল এবং অন্যান্য জীবিকার সঙ্গে জড়িত প্রত্যেকটি মানুষ, কারণ বৃষ্টি হওয়াতে শুধু চাষের কাজই শুরু হয়নি এসেছে আবহাওয়ার পরিবর্তন। উত্তপ্ত বাতাসের পরিবর্তে এসেছে ঠান্ডা বাতাস ফলে স্বস্তি শরীর মনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here