দীর্ঘ বছরের মানুষের দাবি পুরণ হওয়ার কথা জানালেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী।

0
198

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বারোটি পুকুরের কাজ হতে চলেছে।যার মধ্যে রয়েছে বারো নম্বর ওয়ার্ডের পুকুরটিও। তাই দীর্ঘ বছরের মানুষের দাবি পুরণ হওয়ার কথা জানালেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী। জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন এলাকার পুকুরের কাজ শুরু হবে। ডিপিআরও পাঠানো হয়েছে বলে সৈকত চ্যাটার্জী বলেন। আগামী কিছু দিনের মধ্যে কাজ হবার কথাও তিনি বলেন। বিগত বছরের সবচেয়ে বড় সমস্যা হলো বারও নম্বর এলাকার জলপাইগুড়ি হাইস্কুলের কাছে এই পুকুরটি বেহাল অবস্থায় রয়েছে। অনেক বার পুকুর ঠিক করার কথা বললেও আজ পর্যন্ত আগাছায় ভর্তী রয়েছে পুকুরটি। এইবার পৌরসভার ভাইস চেয়ারম্যান পুকুরটি ঠিক হবার কথা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here