চুরি করা ৫টি মোবাইল বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো কুখ্যাত মোবাইল চোর,পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আরও ২৭টি মোবাইল উদ্ধার হয়,মোট ৩২টি মোবাইল উদ্ধার করলো খড়গপুর লোকাল থানার পুলিশ।

0
482

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বেশ কয়েকদিন আগে চুরি করা পাঁচটি মোবাইল বিক্রি করতে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেল খড়গপুর লোকাল থানা পুলিশের জালে ধরা পড়লো শেখ ফিরোজ নামে বাইশ বছরের এক ছিনতাই বাজকে, পুলিশ জানিয়েছে বুধবার সকালে শেখ ফিরোজ নামে এক যুবক মাওয়া বাজার এলাকায় পাঁচটি মোবাইল নিয়ে স্থানীয় কাউকে বিক্রি করতে যাচ্ছিল। সেই সময় পুলিশ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই মোবাইলগুলি সেই চুরি করেছে,সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের আদেশ দেয়। এরপর জিজ্ঞাসাবাদ এরপর গতকাল রাতে পুলিশ তার বাড়ি থেকে আরো ২৭ টি নামিদামি ব্রান্ডের মোবাইল উদ্ধার করে, জানা গেছে খড়গপুর লোকাল থানা অন্তর্গত তেঁতুলমুড়ি গ্রামের বাসিন্দা শেখ ফিরোজ ৬০ নম্বর জাতীয় সড়কে এলাকায় মোবাইল ছিনতাই ও চুরির ঘটনায় জড়িত,এর আগেও দু মাস আগে একটি ডাকাতি ঘটনার সাথেও জড়িত সন্দেহ তাকে, গ্রেফতার করে খড়গপুর লোকাল থানার পুলিশ। তবে একজনের পক্ষে ৩২ টি মোবাইল ছিনতাই করা বা চুরি করা কখনোই সম্ভব নয়। পুলিশের প্রাথমিক অনুমান এর সাথে আরো বেশ কয়েকজন যুবক জড়িয়ে আছে। তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে খড়গপুর লোকাল থানার পুলিশ, অন্যদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা খড়গপুর শহর জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here