বৃষ্টির দেখা না মেলায় সমস্যায় কেশপুরের ধান চাষীরা।

0
732

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শ্রাবণ মাসের শেষ হতে চললেও বৃষ্টির দেখা মিলে নেই তেমনভাবে। আর তাতেই মাথায় হাত পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা কেশপুরের ধান চাষীদের। অনেক সময় দেখা গেছে সঠিক সময়ে চাষিরা ধান চাষ না রোপন করতে পারায় ফলনও তেমন হয় না, অবশেষে নলকূপের জল সরবরাহ করে চাষের জমিতে দিয়ে ধান চাষ রোপনের কাজ শুরু করলেন কেশপুরের চাঁদপুর এলাকার কৃষকরা। তবে তাদের বক্তব্য বৃষ্টির জল না হলে এইভাব ধান চাষ করাটা কার্যত অসম্ভব হয়ে উঠবে। কারণ খরচা অনেকটাই বেড়ে যাচ্ছে। তবে কি তার সঠিক মূল্য মিলবে,তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে চাষীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here