শুক্রবার ভগবানগোলা থানার উদ্যোগে সাইবার ক্রাইম , বাল্য বিবাহ ও ট্রাফিকিং নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো স্বপনগড় মার্কেট কমপ্লেক্সে।

0
196

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার ভগবানগোলা থানার উদ্যোগে সাইবার ক্রাইম , বাল্য বিবাহ ও ট্রাফিকিং নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো স্বপনগড় মার্কেট কমপ্লেক্সে। ভগবানগোলা ও রানিতলা থানার বিভিন্ন স্কুলের ছাত্রীরা এই সচেতনা শিবিরে অংশগ্রহণ করেন । পাশাপাশি এই সচেতনা শিবিরে বিভিন্ন সাধারণ মানুষ , বিভিন্ন এনজিও অংশগ্রহণ করেন । এই সচেতনা শিবিরের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সাবরি রাজকুমার , অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার , বিধায়ক ইদ্রিস আলী , এসডিপিও বিক্রম প্রসাদ , সার্কেল ইন্সপেক্টর রজত দাস , লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক , রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিভিন্ন পুলিশ আধিকারিক , ও মুর্শিদাবাদ জেলা ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক । ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদার এর উদ্যোগে এই সচেতনা শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি এই সচেতনা শিবিরে গাছ বিতরণ করা হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here