গাছে উঠে কাঁঠাল পেড়ে খেলো একটি হাতি নয়াগ্রামের পিয়ালিয়া গ্রামে চাঞ্চল্য।

0
253

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- সোমবার সকালে এই বিরল ঘটনার সাক্ষী থাকলো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার পিয়ালিয়া গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায় যে সোমবার সকালে নয়াগ্রাম ব্লকের পিয়ালিয়া গ্রামে প্রকাশ্য দিবালোকে একটি পূর্ণবয়স্ক দলছুট হাতি জঙ্গল থেকে খাবারের সন্ধানে ঢুকে পড়ে। গ্রামের হাতি ঢুকে পড়ায় গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা ওই হাতিটি একটি কাঁঠাল গাছের তলায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পাকা কাঠালের গন্ধ পেয়ে গাছের তলায় হাতিতি যায় ।এরপর বহু চেষ্টা করে গাছ থেকে পাকা কাঁঠাল পেড়ে খাওয়ার জন্য হাতিটি চেষ্টা করে। তাতে কিছু না হওয়ায় লাফ দিয়ে গাছে উঠে গাছ থেকে কাঁঠাল পেড়ে মনের আনন্দে খায় হাতিটি। কাঁঠাল খাওয়ার পর হাতিটি ওই গ্রাম থেকে আপন মনে স্থানীয় জঙ্গলের দিকে চলে যায়। তবে ওই গ্রামে কোন ঘরবাড়ির ক্ষতি করেনি হাতিটি। যেভাবে হাতিটি লাফ দিয়ে গাছে উঠে কাঁঠাল পেড়ে খেয়েছে তা দেখে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগে যেমন মদ খেয়েছে হাতির দল ,ঘর ভেঙ্গে ঘরের ভিতর থেকে চাল ও ধানের বস্তা বের করে খেয়েছে। তা ওই এলাকার বাসিন্দাদের প্রতিদিনের দেখা। নয়াগ্রাম ব্লকের পিয়ালিয়া গ্রামের ওই দৃশ্য দেখতে প্রচুর মানুষ ভিড় জমায় । তবে কাঁঠাল পাড়তে মগ্ন থাকায় হাতিটি কারো কোন ক্ষতি করেনি। বন দফতর এর পক্ষ থেকে জানানো হয় যে পাকা কাঁঠাল এর গন্ধে ওই হাতিটি জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে । তাই নিজের চেষ্টায় গাছ থেকে কাঁঠাল পেড়ে খেয়েছে হাতিটি। তবে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে। তা সত্ত্বেও এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে । যে কোন সময় খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে চলে আসবে হাতির দল । তাই এলাকা থেকে হাতি গুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রামবাসীরা বন দফতর এর কাছে আবেদন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here