বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসী ছাত্র- ছাত্রীদের সম্বর্ধনা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের।

0
199

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ ৯ ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস।সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে এই মহান দিনটি উদযাপন করা হচ্ছে। আদিবাসীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষা নিশ্চিত করতে জাতিসংঘ আদিবাসী দিবস পালন করার জন্য উদ্যোগ নেয়।১৯৯৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই দিনটি উদযাপন করে আসছে বিশ্বের প্রায় ৩৫ কোটি আদিবাসী। এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয় দীঘলগ্ৰাম অঞ্চলের বহলালপুর এলাকায়। আদিবাসী মহান ব্যক্তিদের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে আদিবাসী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। তার সাথে সাথে দুঃস্থ অসহায় মানুষদের হাতে বস্ত্র বিতরণ করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, চন্দন কুমার রক্ষিত, কুন্তল মন্ডল, মোল্লা নাসের আলি সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ আদিবাসী মা,ভাই বোনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here