স্বাধীনতার অমৃত মহোৎসব বর্ণাঢ্য শোভাযাত্রা , ১০ জন মনীষীর স্থাপিত আবক্ষ মূর্তির উন্মোচন।

0
308

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্বাধীনতার অমৃত মহোৎসব বর্ণাঢ্য শোভাযাত্রা , ১০ জন মনীষীর স্থাপিত আবক্ষ মূর্তির উন্মোচন , সঙ্গীত আবৃতি ও আলোচনার মাধ্যমে এক উদযাপনানুষ্ঠানের আয়োজন হয়েছিল রানাঘাট ১ পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গনে । বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ব্লক ও পঞ্চায়েত সমিতির সকল কর্মচারীবৃন্দ এবং সদস্যবৃন্দ । হবিবপুর উচ্চ বিদ্যালয়ের এনসিসি দলের ২৪ জন ছাত্রছাত্রীর উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল এই শোভাযাত্রায় । পতাকা উত্তোলন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী তাপস কুমার ঘোষ মহাশয় । এরপর মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রানাঘাট এক নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী সঞ্জীব সরকার মহাশয় । অতিথিদের মধ্যে ছিলেন মাননীয় সভাপতি ,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, সহ-সভাপতি, পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গণ।গান আবৃত্তি নৃত্য ও আলোচনায় সমগ্র অনুষ্ঠানটি এক বিশেষ মাত্রা প্রদান করে । বেলা বারোটায় মনীষীদের আবক্ষ মূর্তির উন্মোচন অনুষ্ঠানের সূচনা করেন রানাঘাট মহকুমা শাসক মাননীয় ডা: হারিস রশিদ মহাশয় । মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু , রাজা রামমোহন রায় , রবীন্দ্রনাথ ঠাকুর , স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর , কাজী নজরুল ইসলাম , দ্বিজেন্দ্রলাল রায় এবং বি আর আম্বেদকরের প্রতিষ্ঠিত মূর্তিতে মাল্যদান করে মূর্তির উন্মোচন করেন মাননীয় মহকুমা শাসক মাননীয় সভাপতি এবং মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় । স্বাধীনতার ৭৫ বছর উদযাপন অনুষ্ঠান এদিন সকল দর্শককে মোহিত করে তুলেছিল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here