গত প্রায় এক দশক ধরে জলপাইগুড়িবাসির মন কেড়েছে বৃহনললাদের মা মনসা পুজোর আয়োজন।

0
370

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-এবার নবম বর্ষ, জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজ বাড়ি সংলগ্ন পৌরসভা এলাকায় রয়েছে বৃহনললা দের একটি আশ্রম।
আর এই আশ্রমেই গত আট বছর ধরে মনসা পুজোর আয়োজন করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে জলপাইগুড়ি শহর এবং সহরতলিতে।
একদিকে যেমন নিষ্ঠার সাথে মনসা পুজো হয়, পাশাপাশি এই পুজোকে ঘিরে নানান ধরণের সামাজিক কাজও কয়দিন ধরে করে থাকেন, সমাজের এই তৃতীয় লিঙ্গের মা মনসার উপাসকরা।
এবারের পুজোর আয়োজন প্রসঙ্গে বৃহনললা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সম্পাদক পিপাসা হিজড়া বলেন, এটা সমগ্র জলপাইগুড়িবাসির পুজো, আপনাদের সবার সাহায্যে সহযোগিতা পাই বলেই এমন আয়োজন করতে পারি আমরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here