মালদা রেল ডিভিশনের পক্ষ থেকে ডিভিশনাল রেলওয়ে ইউজার কনসুল্টেটিভ কমিটি কমিটির মিটিং অনুষ্ঠিত হলো বুধবার।

0
253

নিজস্ব সংবাদদাতা, মালদা:– মালদা রেল ডিভিশনের পক্ষ থেকে ডিভিশনাল রেলওয়ে ইউজার কনসুল্টেটিভ কমিটি কমিটির মিটিং অনুষ্ঠিত হলো বুধবার। মালদা রেলওয়ে ডিভিশন অফিসে কমিটির সকল সদস্যদের নিয়ে এই মিটিং অনুষ্ঠিত হয়। এছাড়াও এই দিনারে মিটিংয়ে উপস্থিত ছিলেন মালদা ডিভিশনের ডিআরএম যতীন্দ্রকুমার সহ অন্যান্য উচ্চপদস্থ রেলের কর্তা আধিকারিকেরা। করণা পরিস্থিতিতে মাঝে দুই বছর এই কমিটির মিটিং বন্ধ ছিল। কমিটির সদস্যরা মালদা রেল ডিভিশনের বিভিন্ন স্টেশনের সংক্রান্ত সমস্যা যাত্রীদের নানান সমস্যার কথা তুলে ধরেন। এছাড়াও একাধিক রূপের বিভিন্ন ট্রেনের পরিকাঠাম ো উন্নয়নের দাবি ওঠে। পাশাপাশি কমিটির সদস্যরা মালদা এনজিপি, মালদা চেন্নাই রোডে নতুন ট্রেনের দাবী জানান। এছাড়াও একাধিক রেল আন্ডার পাস সাফুয়ে গেটের দাবি উঠে। মালদা ডিভিশনের অন্তর্গত ছোট ছোট স্টেশন গুলির পরিকাঠামো উন্নয়ন শৌচাগার সহ অন্যান্য সুযোগ-সুবিধা দাবি তোলেন কমিটির সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here