৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করলো মালদা শিল্পী সংসদ।

0
255

নিজস্ব সংবাদদাতা, মালদা,১৮ আগস্ট :আজ মালদা জেলার ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করলো মালদা শিল্পী সংসদ।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় পতাকা উত্তোলন করে জেলার স্বাধীনতা দিবস পালন করা হয়।
এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে।
১৯৪৭ সালে ১৫ ই আগস্ট ভারত স্বাধীন হলেও ভাগাভাগির নিরিখে পূর্ব পাকিস্তানের অধীনে ছিল মালদা সহ বেশ কয়েকটি জেলা।
১৪ ই আগস্ট মালদা জেলা প্রশাসনিক ভবনে তোলা হয় পাকিস্তানের ঝান্ডা। এরপর জেলার স্বাধীনতার সংগ্রামী এবং কিছু মানুষ তার বিরোধিতা করে আইনি লড়াই লড়েছিলেন। ১৭ই আগস্ট ঘোষণা হয় ভারতের অন্তর্ভুক্ত করা হবে মালদা জেলা সহ বেশ কয়েকটি জেলাকে। এরপর থেকে প্রতিবছর ১৮ই আগস্ট মালদা জেলার স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়।
মালদা জেলা শিল্পী সংসদের উদ্যোগে এ বছর মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন মুক্ত মঞ্চ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পতাকা উত্তোলন করে জেলার স্বাধীনতা দিবস পালন করা হয়।
উপস্থিত ছিলেন শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা, শিক্ষাবিদ সুস্মিতা সোম, উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here