১৮ই আগস্ট নদীয়ার স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে রানাঘাট ব্রজবালা গার্লস স্কুলে স্থাপিত হল মনীষীদের আবক্ষ মূর্তি।

0
140

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ১৮ই আগস্ট নদীয়ার স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে রানাঘাট ব্রজবালা গার্লস স্কুলে স্থাপিত হল মনীষীদের আবক্ষ মূর্তি। রানাঘাট স্কুলের প্রধান শিক্ষিকা এবং স্কুল পরিচালন কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় মনীষীদের আবক্ষ মূর্তি স্থাপিত হয়। স্থাপিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ,কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি। মনীষীদের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান
কোশলদেব বন্দ্যোপাধ্যায়, নদীয়া জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যাক্ষ রিনা রায়,
উপ পুরপ্রধান আনন্দ দে সহ আরো অনেক বিশিষ্ট জন। এদিন মনীষীদের আবরণ উন্মোচন করার পাশাপাশি মাল্যদান করে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকা বৃন্দ ও ছাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here