প্রবল বৃষ্টির ফলে ঝাড়গ্রাম এর সাথে বাঁকুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন।

0
308

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- শুক্রবার থেকে ভারী বৃষ্টি হওয়ায় ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার মাঝে থাকা তারাফেনি নদীতে জল বেড়ে যাওয়ায় ঝাড়গ্রামের সাথে বাঁকুড়ার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার ফলে বহু মানুষ সমস্যায় পড়েছেন। তারাফেনী নদীতে জল বেড়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে । সেইসঙ্গে বিনপুর থানার ভৈরববাকি নদীতে জল বাড়ায় বিনপুরের সাথে বাঁকুড়া জেলার রায়পুরের সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। ওই রাস্তায় যানবাহন চলাচল ও সম্পূর্ণ বন্ধ রয়েছে। ভারী বৃষ্টির ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড় এলাকায় ডুলুং নদীর উপর থাকা চাথালের উপর দিয়ে প্রবল স্রোতে জল বইছে। যার ফলে ঝাড়গ্রামের সাথে গিধনীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যার ফলে বহু মানুষ সমস্যায় পড়েছেন। অপরদিকে গোপীবল্লভপুর এলাকায় কাখুয়া খালের জল বিপদ সীমার উপর দিয়ে যাওয়ায় বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং বহু গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এছাড়াও ডুলুং নদীর জল বাড়ায় গোপীবল্লভপুর দুই ব্লকের বেশ কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজরদারি শুরু করা হয়েছে। সেই সঙ্গে সুবর্ণরেখা নদীতে ও জল বাড়ছে। নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দাদের সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। একটানা ভারী বৃষ্টির ফলে যেমন বিভিন্ন নদীতে জল বাড়ছে। যার ফলে ঝাড়গ্রামের সাথে বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি ঝড়ের দাপটে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের উপর গাছ ভেঙে পড়ে যাওয়ায় বহু এলাকা এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ঝড়ের দাপটে বেশকিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে বলে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here