সদাইপুর থানার পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির।

0
248

সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ-পুলিশের মানবিক মুখ আমরা প্রায়শই দেখতে পায়। পুলিশ যে মানুষের বন্ধু তা আজ দেখতে পাওয়া গেল দুবরাজপুর ব্লকের সদাইপুরে। মানব সেবায় নিয়োজিত হয়ে আজ মানুষের স্বার্থে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ব্যবস্থাপনায় ও কলকাতার শংকর নেত্রালয়ের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল। এদিন বক্রেশ্বরের টাউনশিপের হল ঘরে সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে “আপনার সুরক্ষা আমাদের লক্ষ্য” নামে একটি প্রয়াসের মাধ্যমে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অভিষেক রায়, সিউড়ী সদর সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরি, সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র, রত্নাকর মন্ডল সহ কলকাতার শংকর নেত্রালয়ের চিকিৎসক ও কর্মীরা। এই শিবিরে সদাইপুর থানা এলাকার ২৫০ জনের চক্ষু পরীক্ষা করা হল। এদিন সদাইপুর থানার পুলিশ সূত্রে জানা যায় , বীরভূম জেলা পুলিশের উদ্যোগে মানুষের কথা ভেবে কলকাতার শংকর নেত্রালয় থেকে ডাক্তারবাবুদের আনা হয়েছে এই শিবিরে। তাই তাঁরা এখানে চক্ষু পরীক্ষা করছেন। যাঁদের চশমার প্রয়োজন হবে তাঁদের বিনামূল্যে পুলিসের পক্ষ থেকে দেওয়া হবে এবং যাঁদের ছানি অপারেশন করতে হবে তাঁদের সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে কলকাতা গাড়ীতে করে নিয়ে যাওয়া হবে। সদাইপুর থানার পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here