গত দুই দিনের বৃষ্টিপাতের ফলে বন্যার পরিস্থিতি কলাগ্রাম অঞ্চলের একাধিক গ্রাম,ক্ষতিগ্রস্ত একাধিক চাষী।

0
265

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত দুই দিনের বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১১ নম্বর কলাগ্রাম অঞ্চলের ভীমপুর,রঘুনাথপুর, কানপুর, ভাগলশড়া, গাইঘাটা, তেতুলিয়া সহ একাধিক গ্রাম, কার্যত বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে, ইতিমধ্যেই বেশ কয়েক বিঘা জমির ফসল কার্যত জলের তলায়, পাশাপাশি আমন ধানের চারা জলের তলায়, যার ফলে কার্যত মাথায় হাত এলাকার চাষীদের,রবিবার এমনই চিত্র উঠে এলো, এই সম্বন্ধে স্থানীয় এক চাষী জানেন প্রত্যেক বছর বর্ষায় এলেই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় এলাকা জুড়ে, ফলে কৃষি জমিতে সেই সময় যা ফসল থাকে জলে ডুবে নষ্ট হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here