কেন্দ্রীয় সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের কেন্দ্রীয় সঞ্চার বিউরোর উদ্যোগে শুরু হলো তিন দিন ব্যাপী আজাদীকা অমৃত মহোৎসব।

0
170

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- সোমবার জলপাইগুড়ির আদর্শ ব্যায়াম্যাগারে মঙ্গল প্রদীপ প্রজ্জলিত করে এই অনুষ্ঠানের সূচনা করেন পদ্মশ্রী করিমুল হক, এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়।
তিনদিন ব্যাপী চলা আজাদীকা অমৃত মহোৎসব এর অনুষ্ঠানে রয়েছে, স্বাধীনতা সংগ্রামে শহীদদের নিয়ে বিশেষ চিত্র প্রদর্শনী সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
দেশের পাশাপাশি জলপাইগুড়ি জেলার স্বাধীনতা সংগ্রামীদের নিয়েও প্রদর্শনীতে আলোকপাত করা হয়েছে।
এই প্রসঙ্গে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ রায় জানান, গত ১৫ ই অগাস্ট আমরা স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছি, এই মহৎ সময়ে নতুন প্রজন্মের সামনে স্বাধীনতা আন্দোলন এবং সেই আন্দোলনে যারা প্রাণ বিসর্জন দিয়ে আজ আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন সেই সমস্ত বীর দের কথা তুলে ধরাই এই তিনদিন ব্যাপী আজাদীকা অমৃত মহৎসব অনুষ্ঠানের আয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here