নৌকো করে দিঘি পারাপারার সময় জলে ডুবে মৃত্যু ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের।

0
166

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- নৌকো করে দিঘি পারাপারার সময় জলে ডুবে মৃত্যু ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। তবে ওই ছোটো নৌকায় ছিল মোট চারজন। তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও, অপরজন তলিয়ে যায়। পরে ওই কিশোরের দেহ অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকেরা তাকে মৃত বলে জানিয়ে দেয় । রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার সালালপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম অজয় বাড়ুই (১২)। বামনগোলা থানার সালালপুরে তার বাড়ি। স্থানীয় বামনগোলা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে। রবিবার দুপুরে চার বন্ধু মিলে স্থানীয় দীঘিতে তারা যায়। দিঘির পাড়ে বাঁধা একটি ডিঙিতে করে তারা খেলতে থাকে। খেলতে খেলতে দিঘির মাঝ বরাবর এসে হাজির হয়। ওই সময় নিজেদের অসতর্কতায় ডিঙিটি উল্টে যায়। স্থানীয়রা উদ্ধার কাজে লেগে পড়েন। সন্ধ্যের দিকে উদ্ধার হয় ওই যুবক। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here