রানাঘাটের ওপর দিয়ে বয়ে চলা চূর্ণী নদী ক্রমশই খালে পরিণত হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

0
375

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটের ওপর দিয়ে বয়ে চলা চূর্ণী নদী ক্রমশই খালে পরিণত হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য প্রায় দেড় বছর ধরে কাজ চলছে।রানাঘাট চূর্ণী ব্রিজের পাশে তৈরি হচ্ছে নতুন একটি ব্রিজও। আর এখানেই হয়েছে বিপত্তি। ব্রিজ তৈরি করতে গিয়ে ব্রিজের দুদিকের পিলার অনেকটাই জায়গা নিয়ে নিয়েছে নদীবক্ষের। যার ফলে দুপাশ থেকে সংকুচিত হয়ে নদী বর্তমানে ওই জায়গায় খালে পরিণত হয়েছে। যার ফলে সকলেরই চিন্তা আগামী দিনে চূর্ণী নদী তার নিজস্ব অস্তিত্ব ধরে রাখতে পারবে কিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here