বেতনের দাবি নিয়ে কাঁথি পৌরসভায় বিক্ষোভ সাফাই কর্মীদের।

0
318

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভা তৃণমূল পরিচালিত হলেও, কাঁথি পৌরসভা সাফাই কর্মীরা দু মাস বেতন থেকে বঞ্চিত, এমনটাই অভিযোগ সাপায় কর্মীদের, এমনকি তাদের অভিযোগ বেতন চাইতে এলেই পুরসভার কাছ থেকে মেলে ধমক। কাজ ছেড়ে দাও টাকা এলে টাকা দেওয়া হবে, টাকা এখন নেই এইরকম কটুক্তি শুনতে হয় বারে বারে, এদের জন্যই শহর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ পরিবেশ পাওয়া যায় অথচ এরাই সামান্য কটা টাকা বেতন থেকে তাও দুমাস বঞ্চিত যেখানে রাজ্য সরকার দুর্গাপূজা কমিটিকে ঘটা করে জানিয়ে দেয় এ বছর ৬০ হাজার টাকা দেওয়া হবে তারপরেও এত উন্নয়নের গল্প শোনার পরে মা ভবানী তা পরিষ্কার করে দিল সবার সাফাই কর্মীরা। তারা পুরসভার চেয়ারম্যানের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখান, তোদের বক্তব্য আগামী দিনে এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা, এমনটাই হুঁশিয়ারি দিলেন সবাই কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here