মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ব্রাজিল-আর্জেন্টিনা, পর্তুগালের পোশাকি কালারে সাজানো হয়েছে ডিএসএ স্টেডিয়াম ।

0
330

নিজস্ব সংবাদদাতা, মালদা:-   আর মাত্র হাতে গুনে দেড় মাস। তারপরেই কাতারে বসছে ফুটবল বিশ্বকাপের আসর। এরই মধ্যে মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ব্রাজিল-আর্জেন্টিনা, পর্তুগালের পোশাকি কালারে সাজানো হয়েছে ডিএসএ স্টেডিয়াম । যেখানে প্রতিদিন সেইসব দলের সমর্থকেরা গ্যালারিতে বসে জায়েন্ট স্কিনের মাধ্যমে ফুটবল বিশ্বকাপ দেখে চরম উৎসাহ উপভোগ করবে। রাজ্য ক্রীড়া দপ্তরের সহযোগিতায় ইতিমধ্যে ঢেলে সাজানো হয়েছে মালদার ডিএসএ ময়দানকে। তার মধ্যে উল্লেখযোগ্য ভাবে সাজানো হয়েছে ডিএসএম মাঠের গ্যালারি গুলি। যেখানে ব্রাজিল-আর্জেন্টিনা , পর্তুগাল- এর মতো বেশকিছু খ্যাতনামা দেশের পোশাকি কালারের রূপ নিয়ে আসা হয়েছে। এতেই উৎসাহ বাড়ছে ফুটবলপ্রেমীদের। জেলা ক্রীড়া সংস্থার এক সদস্য জানিয়েছেন , নভেম্বরে বিশ্বকাপের শুরু হবে কাতারে। আর তা আমরা জায়েন্ট স্কিনের মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার মাঠে দেখানোর ব্যবস্থা করবো। ফুটবলে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পোশাকি কালারের গ্যালারি রং করা হয়েছে। সেখানে সেইসব দলের সমর্থকরা বসে তাদের দলকে সমর্থন জানাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here