বাঁকুড়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কয়েক দফা দাবিতে এন, সি, এল, পি শিক্ষক দের মিছিল ও ডেপুটেশন।

0
166

সুদীপ সেন, বাঁকুড়া:-  কেন্দ্রের শ্রম ও কর্ম সংস্থান দপ্তরের অধীন স্পেশাল ট্রেনিং সেন্টারের শিক্ষক, অ শিক্ষক কর্মচারীদের প্রায় কর্ম চ্যুত করে ফেলেছে কেন্দ্রীয় সরকার।
মার্চ, ২০২২ সালে এক আদেশ নামায় তারা এন, সি, এল, পি প্রকল্প কে সমগ্র শিক্ষা মিশনের সাথে যুক্ত করেছে।
সেখানে ছাত্র ছাত্রী দের এই প্রকল্পের আওতায় আনার কথা বলা হলেও শিক্ষক, অ শিক্ষক কর্মচারীদের বিষয়ে একটি কথাও বলা হয় নি।

দীর্ঘ পনেরো কুড়ি বছর শিশু শ্রমিক দের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার মতো গুরুত্ব পূর্ণ ও মহান কাজ যাঁরা করলেন, জীবন সায়াহ্নে তাঁদের ভবিষ্যত তাহলে কি হবে?

এই বিষয় সহ দীর্ঘ ৩৯ মাসের বকেয়া সাম্মানীক ভাতা, ছাত্র, ছাত্রীদের ও ওই দীর্ঘ সময় স্টাইপেন্ডের দাবিতে স্টাফ এসোসিয়েশন অফ ন্যাশনাল চাইল্ড লেবার ওয়েলফেয়ার স্কুল, বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে শুক্র বার জেলার তামলি বাঁধ থেকে ডিম অফিস পর্যন্ত একটি মিছিল হয়।

পরে একটি স্মারক লিপি ও জমা করা হয় এইসব দাবির ভিত্তিতে।

সংগঠনের জেলা সম্পাদক সুদীপ সেন এবং সভাপতি চিরঞ্জিত গরাই জানান, বিকল্প কর্ম সংস্থান, বকেয়া ৩৯ মাসের সান্মনিক ভাতা অবিলম্বে প্রদান এবং ছাত্র, ছাত্রীদের দীর্ঘ দিনের বকেয়া স্টাইপেন্ডের দাবিতেই এই মিছিল ও ডেপুটেশন।
এই দাবি না মানা হলে ভবিষ্যতে আইনি পথে যাওয়ার কথাও তাঁরা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here