ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল।

0
156

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্য সরকারের চালু করা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনের আবেদন করে লোন না পেয়ে আত্মঘাতী ছাত্রী তিথি দলুই এর মৃত্যুর প্রতিবাদে এবং বাগুইহাটিতে দুজন ছাত্রের নৃশংস খুন এবং তদন্তে পুলিশের গাফিলতির প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড এর গ্রন্থ ভারতী মোড় অবরোধ করা হয়।।
এসএফআই এর অভিযোগ ক্রেডিট কার্ড লোন এর নামে ছাত্র-ছাত্রীদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে, আমরা দাবী রাখছি ক্রেডিট কার্ড এর বদলে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ এর ব্যবস্থা করা হোক, আর বাগুইহাটিতে ছাত্রদের হত্যা রাজ্যের পুলিশি ব্যবস্থার চরম দুর্দশা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এর বিরুদ্ধে এসএফআই রাস্তায় থাকছে,,
উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, রাজ্য কমিটির সদস্য প্রভাকর সরকার, জেলা নেতৃত্ব পাপাই মহম্মদ, আবদুল করিম, স্নেহা দত্ত সহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here