দুবরাজপুর থানার উদ্যোগে দুর্গাপুজো কমিটিগুলোকে চেক প্রদান।

0
289

সেখ ওলি মহম্মদ, দুবরাজপুরঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর প্রস্তুতি নিয়ে ক্লাব কমিটিগুলির সঙ্গে একটি বৈঠক করেছিলেন। সেখানেই তিনি এ বছরের জন্য অনুদানের পরিমাণ বৃদ্ধি করে দুর্গাপুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি বিদ্যুতের বিলেও ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানান সিইএসি এবং রাজ্যে বিদ্যুৎ বন্টন পর্ষদকে। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর থানার উদ্যোগে এই থানা এলাকার ১০০ টি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে চেক প্রদান করা হল। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, ফায়ার ব্রিগেডের আধিকারিক, দুবরাজপুর পৌরসভার কাউন্সিলরগণ এবং পুজো কমিটির সদস্যরা। এদিন দুবরাজপুর থানার পক্ষ থেকে জানানো হয়, যেহেতু হাইকোর্ট নির্দেশ দিয়েছে পুজোয় এবার ডিজে বক্স বাজানো যাবে না। তাই এই নির্দেশ মেনে চলতে হবে। তাছাড়াও প্রতিটি পঞ্চায়েত এলাকার পুজো কমিটি গুলোর জন্য দুবরাজপুর থানার সাথে একটি করে হোয়াটস্‌এপ গ্রুপ করে দেওয়া হবে। পুজো সংক্রান্ত কোনো জরুরি বার্তা এলে এই গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ ও অগ্নি নির্বাপণ কেন্দ্রের পক্ষ থেকেও কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here